কয়েকদিন আগে আমি ৯ টাকায় ১ জিবি তিনবার কিনতে সক্ষম হয়েছিলাম।
এখন আবার গ্রামীণফোন তাদের বন্ধ সিমের গ্রাহকদের দিচ্ছে ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট। এই প্যাকেজটা চারবার কেনা যাচ্ছে।
তার মানে (৯টাকা * ৪বার)= ৩৬ টাকায় আপনি পাচ্ছেন (২জিবি * ৪ বার)= ৮ জিবি।
আপনি এই অফারের আওতাধীন নাকি চেক করতে BHK লিখে ৯৯৯৯ এ পাঠিয়ে দেন।
যদি আপনি এই অফারের আওতাধীন হন, তাহলে *১১১*৯০# ডায়াল করেন চারবার, আর অবশ্যয় মোবাইলে ব্যালেন্স ৩৬+ রাখবেন।
কোন সমস্যা হলে কমেন্টসে লিখুন।
Thanks for the information
ReplyDelete