Friday, September 15, 2017

গোগল ফন্ট চেক

আমার সোনার বাংলা ।
আমি তোমায় ভালবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশী।

Test new post with image

"But I must explain to you how all this mistaken idea of denouncing pleasure and praising pain was born and I will give you a complete account of the system, and expound the actual teachings of the great explorer of the truth, the mhuman happiness. No one rejects, dislikes, or avoids pleasure itself, because it is pleasure, but because those who do not know how to pursue pleasure ration

Sunday, September 18, 2016

শুকনো কাশি নিরাময়ের উপায়

শুষ্ক বা ভেজা, দুই ধরনের কফ দারুণ বিরক্তিকর হয়ে ওঠে। বিশেষ করে শুকনো কাশি খুবই দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এ কাশিতে থুতু বা কফ উৎপন্ন হয় না। এতে মনে হয়, গলায় কিছু আটকে রয়েছে যা ক্রমাগত কাশি সৃষ্টি করে। মারাত্মক সংক্রমণ, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস এবং ধূমপানের কারণেও শুকনো কাশির উদ্রেক হতে পারে।
এখানে বিশেষজ্ঞরা জানিয়েছে ৫টি বহুল প্রচলিত পদ্ধতি ও উপাদানের কথা। বাড়িতেই মিলবে শুকনো কাশির সমাধান।
১. গার্গেল : বহুল প্রচলিত এবং কার্যকর এক পদ্ধতি। উষ্ণ পানিতে হালকা লবণ মিশিয়ে গার্গেল করুন। এতে বেশ আরাম মেলে।

Thursday, September 15, 2016

সেরে যাবে গ্যাস্ট্রিক

গ্যাস্ট্রিকের কারণ অনিয়ম। কিছু নিয়ম মেনে চললে মুক্তি মেলে।
উপসর্গ
* গ্যাস্ট্রিক হলে খিদে কম পায়।
* পেটে গ্যাস হয় এবং বুক জ্বালা করে।
* পেটের মাঝখানে চিনচিনে ব্যথা হতে পারে।
* বুক ও পেটে চাপ অনুভূত হয়।
* হজমে অসুবিধা হয়।

Monday, September 5, 2016

ঘুমের টিপস

আমরা সকলেই জানি রাতে বিছানায় যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ এবং উষ্ণ গোসল খুবই কার্যকর ভুমিকা পালন করে। কিন্তু এরপরও আমাদের অনেকেরই চোখে সহজে ঘুম আসে না। তবে এই ১১টি প্রাকৃতিক কৌশলের আশ্রয় গ্রহণ করে আপনি সহজেই নিদ্রাহীনতা থেকে মুক্তি পেতে পারেন: ১. নাকের বাম পাশের ছিদ্র দিয়ে শ্বাস নিন যোগব্যায়ামের এই পদ্ধতিটি রক্ত চাপ কমায় এবং মনকে শান্ত করে। বাম কাত হয়ে শুয়ে নাকের ডান পাশের ছিদ্রের ওপর একটি আঙ্গুল দিয়ে চেপে ধরে সেটি বন্ধ করুন। প্রথমে আস্তে শুরু করুন, এরপর গভীরভাবে শ্বাস নিন। অতি গরম বা নারীদের

Buy 300 minutes and get 1gb Facebook free.

Most of the people of GraemeenPhone user cost more than 10 taka everyday for mobile bill who also use Facebook.

They can use a package that included 300 minutes with 1GB Facebook free.

You can buy this package by only 102 taka for 7 days.

For this package dail *5000*125#

Thursday, November 26, 2015

গ্রামীণফোন দিচ্ছে ৮ জিবি ইন্টারনেট মাত্র ৩৬ টাকায়

কয়েকদিন আগে আমি ৯ টাকায় ১ জিবি তিনবার কিনতে সক্ষম হয়েছিলাম।

এখন আবার গ্রামীণফোন তাদের বন্ধ সিমের গ্রাহকদের দিচ্ছে ৯ টাকায় ২ জিবি ইন্টারনেট। এই প্যাকেজটা চারবার কেনা যাচ্ছে।

তার মানে (৯টাকা * ৪বার)= ৩৬ টাকায় আপনি পাচ্ছেন (২জিবি * ৪ বার)= ৮ জিবি।

আপনি এই অফারের আওতাধীন নাকি চেক করতে BHK লিখে ৯৯৯৯ এ পাঠিয়ে দেন।

যদি আপনি এই অফারের আওতাধীন হন, তাহলে *১১১*৯০# ডায়াল করেন চারবার, আর অবশ্যয় মোবাইলে ব্যালেন্স ৩৬+ রাখবেন।

কোন সমস্যা হলে কমেন্টসে লিখুন।